আমতলীতে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় তরুন সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশ | ২০ মে ২০২৫, ১১:৪২

আমতলী (বরগুনা) প্রতিনিধি
সমাবেশে আমতলী উপজেলা নির্বাহী অফিসার বক্তব্য রাখছেন । ছবি: যায়যায়দিন

আমতলী উপজেলার তিন ইউনিয়নের দেড় শতাধিক শিক্ষার্থীদের নিয়ে সোমবার উপজেলা পরিষদের হলরুমে এক তরুন সমাবেশ অনুষ্ঠিত হয়। এডুকোর সহায়তায় এনএসএস ইয়েস ফর ইকো প্রকল্পের আওতায় এ কর্মসূচীর আয়োজন করে।

সোমবার উপজেলা পরিষদের হলরুমে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে এনএসএস এর নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পান্না্র সভাপতিত্বে তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন আমতলী আমতলী উপজেলা নির্বাহী অফিসার মো. রোকনুজ্জামান খান।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তন্ময় কুমার দাস, আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাসেল, আমতলী সরকারি কলেজের (অব:) সহকারী অধ্যাপক মো. আনোয়ার হোসেন, মো. আবুল বিশ্বাস, ওয়ার্ল্ড ভিশন আমতলী এপির ম্যানেজার বিপ্লব আইজ্যাক সরদার।

আরও বক্তব্য দেন, আমতলী প্রেসক্লাবের সভাপতি মো. রেজাউল করিম, আমতলী প্রেসক্লাবের সাবেক সভাপতি একেএম খায়রুল বাশার বুলবুল, ইয়েস ফর ইকো প্রকল্পের প্রকল্প ম্যানেজার হাসানুল বাননা, মো. তুষার আহম্মেদ মিঠু, মো. ইমরান ও কাজল বেগম প্রমুখ।

সভায় পরিবেশ বান্ধন গ্রাম গঠন, জলবায়ু ঝুঁকি মোকাবেলায় করণীয় বিষয়ের উপর জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মনোজ্ঞ এক নাটক মঞ্চায়ন করা হয়। সভায় আরপাঙ্গাশিয়া, আমতলী সদর ও গুুলিশাখালী উনিয়নের তরুনরা অংশগ্রহণ করেন।

এনএসএস এর নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পান্না বলেন, বৈশ্বিক  উষ্ণতার ফলে প্রতিদিন বাড়ছে জলবায়ুর ঝুঁকি। আমাদেরও ঝুঁকি মোকাবেলা করতে হলে পলিথিন, প্লাস্টিক বর্জন করে পরিবেশবান্ধব গ্রাম গঠন করতে হবে। সে লক্ষ্যেই আমরা কাজ করছি।