শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
বিলুপ্তির পথে বাবুই পাখি

যাযাদি ডেস্ক

  ৩০ এপ্রিল ২০২৩, ১৩:৩০

প্রায় বিলুপ্তির পথে বাবুই পাখির শৈল্পিক প্রকৃতি দৃষ্টিনন্দন বাসা। ‘বাবুই পাখিরে ডাকি, বলিছে চড়াই, কুঁড়ে ঘরে থেকে কর শিল্পের বড়াই, আমি থাকি মহাসুখে অট্টালিকা পরে, তুমি কত কষ্ট পাও রোদ, বৃষ্টি, ঝড়ে’। কবি রজনীকান্ত সেনের ছড়াটির নায়ক নিপুণ বাসা তৈরির কারিগর বাবুই পাখি। এ যুগের শিক্ষার্থীরা বাবুই পাখির শিল্প নিপুণতার কথা জানতে পারবে সেই কবিতাটি পড়ে। কারণ এখন আর চোখে পড়ে না বাবুই পাখি ও তার নিজের তৈরি দৃষ্টিনন্দন সেই ছোট্ট বাসা তৈরির নৈসর্গিক দৃশ্য। মূলত তাল, নারিকেল ও খেজুর গাছ কমে যাওয়ায় আবাস সংকটে পড়েছে বাবুই পাখি। এখনো কিছু দেশি বাবুই টিকে আছে। দৃষ্টিনন্দন বাবুই পাখির বাসা বাংলার প্রাকৃতিক সৌন্দর্য্যকে আরো ফুটিয়ে তুলে । প্রকৃতির ভারসাম্য ধরে রাখতে এ বুননশিল্পী পাখি ও তার শিল্প টিকিয়ে রাখা খুবই দরকার। ছবিটি শনিবার মুন্সীগঞ্জের আড়িয়াল বিল থেকে তোলা -ফোকাস বাংলা


উপরে