রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা উত্তর ও দক্ষিণ বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ চলছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে নোয়াখালী জেলা ও দায়রা জজ আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে আজ বুধবার (১৩ জানুয়ারি) সকাল পৌনে ১০টা থেকে চলছে দলের এই কর্মসূচি।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুন্নবী খান সোহেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী আবুল বাশারের সঞ্চালনায় সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত রয়েছেন। সমাবেশে গ্রেপ্তারি পরোয়ানা বাতিলের দাবিতে মুহুর্মুহু স্লোগান দিচ্ছেন দলের নেতাকর্মীরা।
বিএনপির এই কর্মসূচিকে কেন্দ্র করে পুরো জাতীয় প্রেসক্লাব ও এর আশপাশের এলাকায় বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে।
যাযাদি/ এমএস
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd