মামলা দিয়ে আন্দোলন দমন করা যাবে না: ফখরুল

প্রকাশ | ১৩ জানুয়ারি ২০২১, ১৪:৫৮

যাযাদি ডেস্ক

মিথ্যা মামলা দিয়ে গণতান্ত্রিক আন্দোলন দমন করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

 

বুধবার (১৩ জানুয়ারি) দুপুর ১২টা ৪০ মিনিটে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে নোয়াখালী জেলা ও দায়রা জজ আদালতে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে ঢাকা উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

 

বিএনপি মহাসচিব বলেন, 'এই দেশে আইনের শাসন নেই। এই সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। কভিড-১৯ পরিস্থিতিতেও তারা রাষ্ট্রের টাকা মেরেছে, সুপরিকল্পিতভাবে সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। আমি সরকারকে বলব, তারেক রহমানের বিরুদ্ধে সকল মামলা তুলে নিন।'

 

মির্জা ফখরুল বলেন, 'এই সরকার আপোষহীন নেতা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে ভয় পায়। এজন্য সময়ে সময়ে মিথ্যা মামলা দেয়। গণতন্ত্রকে ধ্বংস করতে এই অবৈধ ও লুটপাটের সরকার ১২ বছর ধরে বিরোধীদের ওপর স্টিম রোলার চালাচ্ছে। ৩৫ হাজার মিথ্যা মামলা দেওয়া হয়েছে। মিথ্যা মামলা দিয়ে দাবিয়ে রাখা যাবে না।'

 

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুন্নবী খান সোহেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী আবুল বাশারের সঞ্চালনায় সমাবেশে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।

 

যাযাদি/ এমএস