পটুয়াখালীর কলাপাড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী দিদার উদ্দিন আহমেদ মাসুমকে পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার তাকে বহিষ্কার করা হয়েছে। উপজেলা এবং পৌর শহর আওয়ামী লীগ যৌথভাবে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছে।
আগামী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য পৌর নির্বাচনে দিদার উদ্দিন আহমেদ জগ প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধীতা করছেন। অপরদিকে পৌর আওয়ামী লীগের সভাপতি বর্তমান মেয়র বিপুল চন্দ্র হাওলাদার আওয়ামী লীগ দলীয় প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।
এছাড়া মেয়র পদে বিএনপি থেকে হুমায়ুন কবির ধানের শীষ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে সেলিম মিয়া হাত পাখা প্রতীকে লড়ছেন।
যাযাদি/এস
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd