বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পুলিশি বাধায় ছাত্রদলের সমাবেশ পণ্ড

যাযাদি ডেস্ক
  ২৮ ফেব্রুয়ারি ২০২১, ১৪:০৬

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদ, কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদ এবং ডিজিটাল সিকিউরিটি আইন বাতিলের দাবিতে রাজধানীর প্রেসক্লাবে ছাত্রদলের ডাকা প্রতিবাদ সমাবেশ পুলিশ বাধায় পণ্ড হয়ে গেছে।

জাতীয় প্রেসক্লাবের সামনে আজ রোববার সমাবেশটি হওয়ার কথা ছিল। কিন্তু সমাবেশ শুরুর আগেই পুলিশের সঙ্গে ছাত্রদল ও বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষ বাধে। এতে বিক্ষোভ সমাবেশটি পণ্ড হয়ে যায়।

ছাত্রদল সভাপতি ফজলুর রহমান খোকন বলেন, ‘আমরা সমাবেশের জন্য পুলিশের কাছে আবেদন করেছি, কিন্তু আপনারা জানেন তারা আমাদের অনুমতি দেয় না। আমরা তো আর মারামারি করতে সেখানে যাইনি। পুলিশ আমাদের শান্তিপূর্ণ সমাবেশে শুরুর আগেই হামলা করেছে।’

ফজলুর রহমান খোকন আরও বলেন, ‘হামলায় ছাত্রদলের ২০ জনের বেশি নেতাকর্মী আহত হয়েছে, তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। আমি নিজেও আহত হয়েছি, এখন একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছি। আমাদের আহতের সংখ্যা আরও বাড়তে পারে।’

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা জোনের উপকমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান বলেন, ‘ঢাকা শহরের যেকোনো জায়গায় অনুষ্ঠান করতে হলে ডিএমপি কমিশনারের অনুমতি নিয়ে করতে হয়। আজ ছাত্রদল প্রোগ্রাম করার জন্য কোনো অনুমতি নেয়নি। তাদের আমরা সকালে জানিয়েছি, আপনারা অনুমতি নিয়ে প্রোগ্রাম করুন। সেটি না করে প্রেসক্লাবের এক ফাঁক দিয়ে বেরিয়ে এসে পুলিশের ওপর হামলা করে, প্রেসক্লাবের ভেতর থেকে ইট-পাটকেলও মারল। আমরা খেয়াল করেছি, প্রেসক্লাবের ভেতরে কোনো ইট নেই। তাহলে এত ইট এলো কোত্থেকে? তার মানে তারা এই ইট সংগ্রহ করেছে এবং পূর্ব পরিকল্পিতভাবে পুলিশের ওপর হামলা করেছে। এটার জন্য পুলিশের পক্ষ থেকে আইনগতভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

ছাত্রদলের এই সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসার কথা ছিল। এ ছাড়া ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। ছাত্রদলের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, ঢাকা দক্ষিণের সাধারণ সম্পাদক এম এ গাফফারসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

যাযাদি/এসএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে