খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়াতে পরিবারের আবেদন

প্রকাশ | ০৩ মার্চ ২০২১, ১৫:১৫ | আপডেট: ০৩ মার্চ ২০২১, ১৬:০৩

যাযাদি ডেস্ক

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে মুক্তির মেয়াদ আরও বাড়ানোর জন্য সরকারের কাছে আবেদন করা হয়েছে। তিনি সরকারের নির্বাহী আদেশে দণ্ড স্থগিত করে শর্ত সাপেক্ষে মুক্তিতে আছেন।

 

মঙ্গলবার (২ মার্চ) খালেদা জিয়ার ভাই শামীম ইস্কান্দার স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর এই আবেদন করেন। পরিবার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে।

 

গত বছরের ২৫ মার্চ খালেদা জিয়া সরকারের নির্বাহী আদেশে প্রথমে ছয় মাসের জন্য শর্ত সাপেক্ষে মুক্তি পান। পরে গত সেপ্টেম্বর মাসে তার মুক্তির মেয়াদ আরও ছয় মাসের জন্য বাড়ানো হয়। মুক্তিতে থাকার সময় খালেদা জিয়া নিজের বাসায় থেকে চিকিৎসা নেবেন। এ সময় তিনি দেশের বাইরে যেতে পারবেন না বলে শর্ত দেওয়া হয়। ‘দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর’–এর ধারা-৪০১ (১)-এ দেওয়া ক্ষমতাবলে খালেদা জিয়ার দণ্ডাদেশ স্থগিত করা হয়।

 

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে খালেদা জিয়া কারাবন্দী ছিলেন।

 

যাযাদি/ এমডি