টিকা নিয়েও করোনায় আক্রান্ত জয়নুল আবেদীন ফারুক

প্রকাশ | ১৩ জুন ২০২১, ১৮:৫৪

যাযাদি ডেস্ক

 

টিকার দুই ডোজ নেওয়ার পরও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবেদীন ফারুক। শনিবার (১২ জুন) তার করোনা টেস্ট করানো হলে রেজাল্ট পজিটিভ আসে।

 

বিষয়টি নিশ্চিত করে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, করোনা আক্রান্ত জয়নুল আবেদীন ফারুকের কিছু শারীরিক সমস্যা দেখা দিলে আজ (রোববার) তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

 

জানা গেছে, জয়নুল আবেদীন ফারুকের নোয়াখালী গ্রামের বাড়ির স্টাফদের মধ্যে দুজন করোনা পজিটিভ হয়েছিলেন গত সপ্তাহে। ধারণা করা হচ্ছে সেখান থেকেই তিনি সংক্রমিত হয়েছেন।

 

এভারকেয়ারে চিকিৎসা নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনি গত ২৭ এপ্রিল হাসপাতালে ভর্তি হন।

 

যাযাদি/এসআই