শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

​নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে : ফখরুল

যাযাদি ডেস্ক
  ১৪ অক্টোবর ২০২১, ১৬:২৫

নির্বাচন নিয়ে আর খেলতে দেয়া হবে না, পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নিরপেক্ষ নির্বাচন দাবীতে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘পাতানো কোনো রাতের নির্বাচনে বিএনপি আর যাবে না। গত নির্বাচনে আনসার বাহিনীর পোশাক পরে মাঠে ছিলো আওয়ামী লীগ। নির্বাচনের নামে জাতির সাথে তামাশা করেছে দলটি।'

বিএনপি মহাসচিব আরও বলেন, ‘আওয়ামী লীগের কথা শুনলে মনে হয় বিএনপির অস্তিত্ব নেই। কেবল আওয়ামী লীগই ইতিহাস সৃষ্টি করেছে।' এ সময় তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ একাত্তরে পালিয়েছে আর বিএনপির প্রতিষ্ঠাতা রণাঙ্গনে যুদ্ধ করেছে।

বিএনপিকে কোথাও কথা বলতে দিচ্ছে না অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, 'শেষমেশ প্রেসক্লাবের মতো জায়গায়ও কথা বলার অধিকার বন্ধ করার চেষ্টা করছে সরকার।'

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে