বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বিএনপির 'শান্তি সমাবেশের' পর পুলিশের সঙ্গে সংঘর্ষ:দেড় হাজার নেতাকর্মী আসামি

যাযাদি ডেস্ক
  ২৭ অক্টোবর ২০২১, ০৯:৪০
আপডেট  : ২৭ অক্টোবর ২০২১, ০৯:৫৬

বিএনপির ‘শান্তি সমাবেশের’ কর্মসূচির পর পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পল্টন থানায় একটি মামলা হয়েছে।

বুধবার প্রথম প্রহরে দায়ের করা ওই মামলায় বিএনপি ও ছাত্রদলের ‘দেড় হাজার নেতাকর্মীকে’ আসামি করা হয়েছে বলে পল্টন থানার ওসি মো. সালাউদ্দিন মিয়া জানান।

তিনি জানান, ‘আটক ৫০জনকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।’

মামলায় পুলিশের উপর হামলা, সরকারি কাজে বাধা ও অবৈধ সমাবেশের অভিযোগ আনা হয়েছে। গ্রেপ্তার আসামিদের বুধবার আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন ওসি।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির ‘শান্তি সমাবেশের’ কর্মসূচি শেষে নেতাকর্মীরা মিছিল নিয়ে কাকরাইলের দিকে এগোলে নাইটিঙ্গেল মোড়ের কাছে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে।

বিএনপির নেতাকর্মীরা পুলিশের দিকে ঢিল ছুড়লে পুলিশ কাঁদুনে গ্যাস, রাবার বুলেট ছুঁড়ে ও লাটিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

যাযাদি/ এমডি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে