বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা অধ্যাপক তাজমেরী এস ইসলামকে নাশকতার একটি মামলায় গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে রাজধানীর উত্তরার ১৩ নম্বর সেক্টরের ১১ নম্বর রোডের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার রাতে উত্তরা পশ্চিম থানার কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) মাহমুদ হাসান গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করে বলেন, ২০১৮ সালের ২৩ সেপ্টেম্বর মারপিটসহ দণ্ডবিধির বিভিন্ন ধারায় করা মামলায় তাজমেরী এস ইসলামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল।
সেই মামলায় বৃহস্পতিবার সকালে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে পাঠানো হয়। শুনানি শেষে আদালত তাজমেরী এস ইসলামকে গাজীপুরের কাশিমপুর কারাগারে পাঠান। তাজমেরী ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক এবং শিক্ষক সংগঠন সাদা দলের আহ্বায়ক।
যাযাদি/এসএইচ
Copyright JaiJaiDin ©2022
Design and developed by Orangebd