আবার প্রমাণিত হলো ইভিএম চুরির বাক্স: তৈমূর

প্রকাশ | ১৬ জানুয়ারি ২০২২, ২১:১৫

যাযাদি ডেস্ক

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে পরাজিত স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকার বলেছেন, আবার প্রমাণিত হয়েছে ইভিএম চুরির বাক্স।

 

রোববার নাসিক নির্বাচনের বেসরকারি ফলাফলে তৃতীয় বারের মতো বিজয়ী হন আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। ১৯২ কেন্দ্রে নৌকা প্রতীক নিয়ে সেলিনা হায়াৎ আইভী ১ লাখ ৬১ হাজার ২৭৩ ভোট পেয়ে জয়ী হন। হাতি প্রতীকে তৈমূর আলম খন্দকার পান ৯২১৭১ ভোট।

 

এরপর একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া মন্তব্যে এ অভিযোগ করেন।

 

তিনি পুলিশ-প্রশাসন-নির্বাচন কমিশনকে তার পরাজয়ের জন্য দায়ী করেন।

 

তৈমূর আলম খন্দকার এ সময় তার নির্বাচনের কর্মীদের গ্রেপ্তারসহ বিভিন্ন অভিযোগ আবার তুলে ধরেন।

 

রোববার সকালে ভোট দেওয়ার পর তিনি বলেন, ভোট যেটা হয়েছে, কোনো প্রকার গোলযোগ ছাড়াই ভোট শেষ হয়েছে। তবে ভেতর থেকে কোনো ইঞ্জিনিয়ারিং হয়েছে কি না সেটা দেখতে হবে।

 

একই অভিযোগ করেন ফলাফল ঘোষণার পরের ওই সাক্ষাৎকারেও।

 

তিনি বলেন, বর্তমান সরকার, প্রশাসন এবং নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় তা আবার প্রমাণিত হলো।

 

তৈমূর বলেন, প্রধানমন্ত্রীর ইচ্ছার বাস্তবায়ন ঘটিয়েছেন নারায়ণগঞ্জের এসপি।

 

যাযাদি/ এস