জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও ফেনী-১ আসনের সংসদ সদস্য শিরীন আখতার করোনায় আক্রান্ত হয়েছেন।গত শনিবার সংসদে করোনা পরীক্ষা করালে রোববার পজিটিভ রিপোর্ট আসে তার।
শিরীন আখতার এমপি বলেন, শারীরিকভাবে কিছুটা সুস্থ আছি। গতকাল জ্বর ছিল,এখন জ্বর নেই। হালকা গায়ে ব্যাথা, কাশি ও ঠান্ডা আছে।
চিকিৎসকের পরামর্শে বাসায় চিকিৎসা নিচ্ছি। করোনামুক্ত হওয়ার ও সুস্থতার জন্য দেশবাসীর দোয়া কামনা করেছেন তিনি।
যাযাদি/ এস
Copyright JaiJaiDin ©2022
Design and developed by Orangebd