ছাত্রলীগের সন্ত্রাসী হামলার পরিণতি শুভ হবে না: খন্দকার মোশাররফ

প্রকাশ | ২৭ মে ২০২২, ১৬:৫৩

যাযাদি ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ওপর ছাত্রলীগের সন্ত্রাসী হামলার পরিণতি শুভ হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে তিনি এই হুঁশিয়ারি দেন

 

তিনি বলেন,  'আজকে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের লাঠি দিয়ে, অস্ত্র দিয়ে সমর্থন দিয়ে তাদের (ছাত্রলীগ) লেলিয়ে দিচ্ছেন, আপনারা আপনাদের কথা চিন্তা করেন যারা করছে তাদের পরিণতি কী হবে, অতীতে আমাদের কাছে বহু উদাহরণ রয়েছে এর পরিণতি শুভ হবে না'

 

খন্দকার মোশাররফ বলেন, ‘আপনারা (সরকার) কেন সন্ত্রাসী কর্মকাণ্ড করছেন এটা সবাই জানে শেখ হাসিনার সরকার আজকে যখন চতুর্দিকে ঘেরাও হয়ে গেছে, আন্তর্জাতিকভাবে তারা বিচ্ছিন্ন, আন্তর্জাতিকভাবে তারা সমর্থন শূন্য, দেশের মানুষ তাদের (সরকার) প্রত্যাখ্যান করেছে তাদের আর কোনো পথ নাই, তাদের পথ চতুর্দিকে বন্ধ হয়ে গিয়েছে'

 

হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, 'তখন তারা এই গুন্ডামি এই সন্ত্রাসের পথ বেছে নিয়েছে কারো যদি জনসমর্থন থাকে, গণতান্ত্রিকভাবে পায়ের নিচে মাটি থাকে তাহলে রকম গুন্ডামিতে সন্ত্রাসীর পথে কেউ যায় না আমরা স্পষ্ট করে বলতে চাই, এই ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছে, সারা বাংলাদেশে তারা আন্দোলনের সূচনা করেছে সারাদেশে এই আন্দোলন হবে কয় জায়গায় আপনারা এই সন্ত্রাসীদের পাঠাতে পারবেন?'

 

'আমরা বলতে চাই, এই ছাত্রদলের নেতা-কর্মীরা দেশের মানুষের সন্তান, তাদের অভিভাবকরা আজকে প্রস্তুত হচ্ছে বিএনপিসহ যত অঙ্গসংগঠন আছে তারা প্রত্যেকে ছাত্রদলের ভাই অথবা অভিভাবক তাই অভিভাবকরা কেউ বসে থাকবে না,' যোগ করেন তিনি

 

বিএনপি নেতা খন্দকার মোশাররফ বলেন, 'ছাত্রদল রাস্তায় আন্দোলনের সূচনা করেছে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, আজকে যে দেশের সংকট তার সমাধান হবে রাজপথে আর ছাত্রদল রাজপথে সেই আন্দোলনের সূচনা করে ফেলেছে সেই আন্দোলনকে আগামী দিনে এগিয়ে নেওয়ার জন্য যারা গণতন্ত্রে বিশ্বাস করে, এদেশে যারা গণতান্ত্রিক শক্তি, দেশপ্রেমিক তারা সবাই ঐক্যবদ্ধ হচ্ছে'

 

আজ জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীর ওপর ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলায় প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়

 

যাযাদি/এসএইচ