রাজধানীতে জাময়াতের বিক্ষোভ

প্রকাশ | ৩১ জুলাই ২০২২, ১৮:৪৯

যাযাদি রিপোর্ট

বিদ্যুৎ জ্বালানি খাতে অব্যবস্থাপনা, দুর্নীতি অসহনীয় লোডশেডিং-এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিনের  নেতৃত্বে রোববার সকালে রাজধানীতে বিক্ষোভ মিছিল করে তারা মিছিলটি বাড্ডা ওভার ব্রিজের নিচ থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেরুল বাড্ডায় এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়

 

বিক্ষোভ পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে মুহাম্মদ সেলিম উদ্দিন বলেন, বিদ্যুৎ জ্বালানি খাতে সীমাহীন অব্যবস্থাপনা, লাগামহীন দুর্নীতি লুটপাটের কারণে জাতীয় গ্রীডে বিদ্যুৎ সঙ্কট দেখা দিয়েছে সরকার নানা অজুহাতে প্রতিদিন একঘন্টা করে লোডশেডিং-এর ঘোষণা দিলেও তা এখন ভয়াবহ রূপ নিয়েছে ফলে সারাদেশে ইতোমধ্যেই গণদুর্ভোগ শুরু হয়েছে তিনি বিদ্যুৎ জ্বালানি খাতে দুর্নীতি বন্ধ করে অবিলম্বে সারাদেশে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান

 

মিছিল সমাবেশে অন্যদর মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ঢাকা মহানগরী উত্তরের সহকারি সেক্রেটারি লস্কর মোহাম্মদ তসলিম, মাহফুজুর রহমান, নাজিম উদ্দীন মোল্লা ডাঃ ফখরুদ্দীন মানিক, ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য হেমায়েত হোসাইন, জিয়াউল হাসান, ইয়াছিন আরাফাত, জামাল উদ্দীন, ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য মুহাম্মদ আতাউর রহমান সরকার মেসবাহ উদ্দিন নাঈম, শিবিরের ঢাকা মহানগরী পশ্চিমের সভাপতি আব্দুল্লাহ আল মামুন উত্তরের সভাপতি জাকির আহমেদ প্রমূখ

 

যাযাদি/এস