এজেন্ট ঢুকতে না দেয়ার অভিযোগ হিরো আলমের

প্রকাশ | ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১১:০২

যাযাদি ডেস্ক
ছবি: সংগৃহীত

বগুড়া-৪ ও ৬ আসনের উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী হিরো আলম তার এজেন্টদের ভোট কেন্দ্রে ঢুকতে না দেয়ার অভিযোগ করেছেন। বুধবার সকালে ভোট দিয়ে বের হয়ে সাংবাদিকদের এমন অভিযোগ করেন। তিনি বলেন, নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত আমার ইউনিয়নে ভালো আছে। কাহালু নন্দীগ্রামেও পরিস্থিতি ভাল আছে বলে খবর পেয়েছি। আর বগুড়া সদরে ভোটের আগেই আশঙ্কা করেছিলাম- গ্যাঞ্জাম হতে পারে। পাঁচপীর ও খালিসপুর কেন্দ্রে আমার এজেন্টদের ঢুকতে দেয়া হয়নি।

ভোটার উপস্থিতি কম হওয়ার বিষয়ে হিরো আলম বলেন, শীতের সকালে মানুষ ঘুম থেকে দেরিতে উঠে। আশা করছি- দুপুরের দিকে সবাই ভোট দিতে আসবে। সবাইকে বলেছি সুষ্ঠু নির্বাচন হবে এবার। 

অপর প্রশ্নের জবাবে তিনি বলেন, অবশ্যই শেষ পর্যন্ত নির্বাচনে থাকার নিয়ত আছে। আমরা শেষ পর্যন্ত থাকতে চাই।  

যাযাদি/ এস