শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিএনপির সমাবেশ ঘিরে লোকারণ্য নয়াপল্টন

যাযাদি ডেস্ক
  ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:১৫
আপডেট  : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৩৫

গ্যাস, বিদ্যুৎ, চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে দেশের ১০টি বিভাগীয় (দলের সাংগঠনিক বিভাগ) সদরে বিএনপির বিক্ষোভ সমাবেশ আজ শনিবার। দুপুর ২টায় এই সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে।

কেন্দ্রীয়ভাবে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ শুরু হবে। এরই মধ্যে নয়াপল্টনে জড়ো হয়েছেন হাজার হাজার নেতাকর্মী। বাড়ছে লোকসমাগম। লোকে-লোকারণ্য নয়াপল্টন এলাকা। বন্ধ হয়ে গেছে একপাশের যান চলাচল।

খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছেন দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে পুরো এলাকা। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠছে নয়াপল্টন। অন্যদিকে আরও সাতটি পয়েন্টে সমাবেশ করছেন সমমনা দল ও জোটের নেতাকর্মীরা।

এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে