রাজধানীতে জামায়াত নেতা ইউসুফ আলীকে তুলে নেওয়ার অভিযোগ
প্রকাশ | ০৬ মে ২০২৩, ১৭:৪২
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের হাতিরঝিল পশ্চিম থানা আমীর ইউসুফ আলী মোল্লাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদ্য পরিচয়ে কয়েকজন সাদা পোশাকে পরিচয়ে তুলে নিয়ে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের প্রচার সম্পাদক মুহাম্মদ আতাউর রহমান সরকার জানান, ইউসুফ আলী মোল্লাকে তার মগবাজার সোনালীবাগস্থ বাসা থেকে শুক্রবার রাত পৌনে ১১টায় তুলে নিয়ে গেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়দানকারী ডিবি সদস্যরা।
তিনি আরও জানান, ইউসুফ আলী মোল্লার বিরুদ্ধে কোনো মামলা নেই। ইউসুফ আলী মোল্লার স্ত্রী হাতিরঝিল থানায় গেলে পুলিশ বিষয়টি অস্বীকার করেছে। তাদের ২ ছেলে এবার এসএসসি পরীক্ষার্থী।
যাযাদি/এসএস