ভোগের নয় ত্যাগের রাজনীতি শিখেছি: রাষ্ট্রপতি

প্রকাশ | ১৬ মে ২০২৩, ১৪:০৬

পাবনা প্রতিনিধি

আমি ভোগের রাজনীতি শিখিনি আমি ত্যাগের রাজনীতি শিখেছি।  এই প্রেসক্লাবের আগ্রজদের কাছ থেকে শিখেছি।। আমি দেশের ২২তম রাষ্ট্রপতি পাবনা প্রেসক্লাবের ২২তম সদস্য। দৈনিক বাংলার বাণী দিয়ে পাবনা জেলা সংবাদদাতা হিসেবে সাংবাদিকতা শুরু। 

মহামান্য রাষ্ট্রপতি মঙ্গলবার দুপুরে পাবনা প্রেসক্লাবে সাংবাদিকের সাথে মতবিনিময় সভায় একথাগুলো বলেন।

পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমানের সভাপতিত্ব এসময় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রফেসর শিবজিত নাগ, বীরমুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, অঞ্জন চৌধুরী পিন্টু প্রমুখ।

দায়িত্ব গ্রহণের পর চারদিনের রাষ্ট্রীয় সফরে নিজ জেলা পাবনায়  রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতি এর আগে সকাল ১০ টায় পাবনা বিসিক শিল্পনগরীতে স্কয়ার সাইন্স এন্ড লাইফ প্ল্যান্ট উদ্বোধন করেন।
 
বেলা তিনটায় পাবনা সরকারি অ্যাডওয়ার্ড কলেজ মাঠে নাগরিক সংবর্ধনায় যোগ দেবেন তিনি। 

যাযাদি/ এস