আনন্দবাজারের প্রতিবেদন ডাহা মিথ্যা : শামা ওবায়েদ 

প্রকাশ | ২০ আগস্ট ২০২৩, ১৪:৩৮

ফরিদপুর প্রতিনিধি

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, এই সরকারের পায়ের নিচে মাটি নেই একেবারেই। টিকে থাকার জন্য আনন্দবাজার পত্রিকায় তারা একটি খবর ছাপিয়েছে। আমরা দ্বায়িত্ব নিয়েই বলছি। খোঁজখবর নিয়েছি। দুই দেশের সাথেই কথা হয়েছে। এটি একটি ডাহা মিথ্যা সংবাদ। এই সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য আর কিছু না পেরে ক্ষমতায় টিকে থাকার জন্য এখন ছলচাতুরির আশ্রয় নিয়েছে।

ফরিদপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‍্যালী পূর্ব সমাবেশে বক্তব্যকালে শামা ওবায়েদ একথা বলেন।

আজ রোববার বেলা ১২টার দিকে শহরের ব্রহ্মসমাজ সড়ক হতে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে গোলপুকুর ড্রিমের সামনে পৌছে র‍্যালী শেষ হয়। র‍্যালী উদ্বোধন করেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক রহিম হাওলাদার  সেতু।

শামা ওবায়েদ আরো বলেন, তারা জনগণের কাছে হেরে গেছে। বিএনপির কাছে হেরে গেছে। গতকাল আমরা একটি নির্ঘুম রাত কাটিয়েছি। নয়াপল্টনে বিএনপির অফিস থেকে প্রশাসনের দ্বারা আমাদের বিভিন্ন নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে। ঢাকা মহানগর দক্ষিণের বিএনপির ভারপ্রাপ্ত সেক্রেটারি রবিনকে গ্রেফতার করা হয়েছে। আমাদের ৬ জন যুবনেতাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। আমরা শুনেছি তাদেরকে আওয়ামী লীগের যে পুরান খেলা সেই অস্ত্রশস্ত্র দিয়ে তাদেরকে হাজির করবে। 

তিনি এর তীব্র নিন্দা জানিয়ে বলেন, এই দুর্নীতিবাজ, লুটেরা, রাজাকার সরকারের বিরুদ্ধে বিএনপির এখন এক দফার আন্দোলন। এই আন্দোলন সংগ্রামে স্বেচ্ছাসেবক দল সামনের সারিতে থেকে নেতৃত্ব দিবে।

এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েলের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা শাহজাদা মিয়া, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ঈসা, মহানগর বিএনপির আহ্বায়ক এএফএম কাইয়ুম জঙ্গি, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, মহানগর বিএনপির যুগ্ন আহ্বায়ক এমটি আকতার টুটুল, স্বেচ্ছাসেবক দলের সহ-সাংস্কৃতিক সম্পাদক এসএম আলআমীন, অ্যাডভোকেট হাবিবুর রহমান হাফিজ প্রমুখ। এসময় বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

এর আগে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহরের বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল সহকারে নেতাকর্মীরা র‍্যালীতে যোগ দেন। 

যাযাদি/ এস