তিতাসে ইঞ্জিনিয়ার আবদুস সবুরের গণসংযোগ
প্রকাশ | ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩৯
কুমিল্লার তিতাস উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ ও প্রচারণায় নেমেছেন কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর।
সোমবার বিকিলে তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের দুধঘাটা, দড়িগাও, মোহনপুর, মজিদপুর, মৌটুপী ও শিবপুরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জনবহুল স্থানে গণসংযোগ করেন। গণসংযোগ কালে তিনি এলাকাবাসীর কাছে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নের কর্মকা- তুলে ধরেন এবং এসব তথ্য সংযুক্ত লিফলেট বিতরণ করেন।
গণসংযোগ কালে ইঞ্জিনিয়ার আবদুস সবুর বলেন, শেখ হাসিনার সরকার জনবান্ধব সরকার। এ সরকার নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ, মেট্রো রেল নির্মাণ, ফ্লাইওভার নির্মাণ, কৃষিতে সফলতা, শিক্ষা-স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি, গ্রামীন রাস্তা-ঘাট ও কালভার্ট নির্মাণসহ অনেক উন্নয়ন করেছেন। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের মানুষ সবাই নিরাপদ, শান্তি ও স্বস্তিতে থাকে। তাই দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে সবার প্রতি আহ্বান জানান।
গণসংযোগ কালে সাথে ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সালেহ মোহাম্মদ টুটুল, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল মান্নান জয়,সদস্য তোফাজ্জল হোসেন ভূঁইয়া, তিতাস উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মুন্সি মজিবুর রহমান, সহ-সভাপতি শাহআলম শান্তি, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী নাছির উদ্দিন, দপ্তর সম্পাদক মীর শওকত লিটন, কুমিল্লা জেলা পরিষদের সদস্য মুহাম্মদ দেলোয়ার হোসেন পলাশ, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. সারওয়ার হোসেন বাবু, তিতাস উপজেলা যুবলীগের আহ্বায়ক ও সদর কড়িকান্দি ইউপি চেয়ারম্যান মো. সাইফুল আলম মুরাদ, ভিটিকান্দি ইউপি চেয়ারম্যান বাবুল আহমেদ, কুমিল্লা জেলা পরিষদের সাবেক সংরক্ষিত মহিলা সদস্য পারুল আক্তার, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জি.এস সুমন, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো.দেলোয়ার হোসেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মুকবুল মাহমুদ প্রধান, ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান তুষারসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামিলীগের সহযোগী অঙ্গসংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মী।
যাযাদি/ এস