"ডু অর ডাই" : গাজীপুরে গয়েশ্বর 

প্রকাশ | ১৯ সেপ্টেম্বর ২০২৩, ২১:০২

গাজীপুর প্রতিনিধি

বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ডু অর ডাই, হয় বাঁচবো, না হয় মরে যাব। লক্ষ্য একটাই শেখ হাসিনার সরকারের পতন ঘটানো।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) গাজীপুরের টঙ্গীতে মহানগর বিএনপি উদ্যোগে আয়োজিত সমাবেশে মহানগর বিএন‌পির সভাপ‌তি শওকত হোসেন সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মঞ্জুরুল করিম রনির সঞ্চালনায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাড.আব্দুস সালাম আজাদ। 

এছাড়াও উপস্থিত ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য বেনজির আহমেদ টিটু, কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার, ডা: মাজহারুল আলম  কেন্দ্রীয় শ্রমিক দলের কার্যকারী সভাপতি সালাহ্ উদ্দিন সরকার প্রমুখ।
 
বিএনপি'র কেন্দ্রীয় নেতা গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, ফজলুল হক মিলন ও হাসান উদ্দিন সরকারসহ আরও অনেক নেতৃবৃন্দ।

দেশের অর্থনীতি নিয়ে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দেশে অর্থনৈতিক ধস নেমেছে। এ অবস্থা চলতে থাকলে মানুষ মানুষের মাথা খাবে। 

তিনি বলেন, সারা বিশ্ব দেশে সকল দলের অংশগ্রহণে একটা সুষ্ঠু নির্বাচন চায়। নির্বাচনে জনগন সিদ্ধান্ত নিবে কে সরকার হবেন। জনগন সিদ্ধান্ত নিবেন কাকে সরকার বানাবেন। তিনি বলেন, বাংলাদেশের মানুষ এখন আর শেখ হাসিনাকে বিশ্বাস করেনা। কারণ বাংলাদেশের ১৫ লাখ কোটি টাকা পাচার হইছে। হাসিনার সাথে যারা আছে তারা এসব পাচার করেছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, এক দফার আন্দোলনে শুরু হয়েছে। এক দফা বলতে- শেখ হাসিনার পতন, স্বৈরাচারীর পতন, নিরপেক্ষ সরকারের প্রবর্তন, নির্বাচন কমিশন বাতিল, খালেদা জিয়ার মুক্তি। তিনি বলেন, ভোট চুরের দিন শেষ, জনগণের বাংলাদেশ।

সেলফি দিয়ে কাজ হবেনা বলে উল্লেখ করে তিনি বলেন, আমি সেলফি দেখে খুশি হইছি। একটা দেশের প্রধানমন্ত্রী কত কষ্ট করে ছবি উঠাইতে হইছে।একটা দল কত দেওলিয়া হইলে সেলফি উঠাতে হয়।

এদিকে, সমাবেশ ঘিরে দুপুরের আগে থেকেই গাজীপুরসহ আশপাশের এলাকার নেতাকর্মীরা সমাবেশ স্থলে আসতে থাকেন। বেলা দেড়টার দিকে শুরু হয় তুমুল বৃষ্টি। বৃষ্টি উপেক্ষা করেই নেতাকর্মীরা ব্যানার, প্লেকার্ডসহ সরকারী বিরোধী নানা ধরনের শ্লোগানে সমাবেশ স্থলে আসতে থাকে। দুইটার দিকে অনুষ্ঠানের প্রধান অতিথি সমাবেশ স্থলে আসলে মুল অনুষ্ঠান শুরু হয়।

উল্লেখ্য, গত সোমবার দুপুরে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগ দাবিতে ১৫ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

যাযাদি/ এম