স্বাক্ষর জাল করায় উপজেলা ছাত্রলীগের কমিটি স্থগিত, ৪ কমিটি বিলুপ্ত 

প্রকাশ | ২১ নভেম্বর ২০২৩, ১২:৫৭

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

স্বাক্ষর জাল-জালিয়াতি করে কমিটি ঘোষণার অভিযোগ উঠায় গাজীপুরের শ্রীপুর উপজেলা শাখা ছাত্রলীগের কমিটি সাময়িক ভাবে স্থগিত করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। একই সাথে উপজেলার ৩টি ইউনিয়ন ও ১টি কলেজ শাখা ছাত্রলীগের সদ্য ঘোষিত কমিটিও বিলুপ্ত ঘোষণা করে এক প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয়। 
সোমবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত ওই প্রেস বিজ্ঞপ্তি ছাত্রলীগের ফেসবুক পেইজে আপলোড হয়।

জানা যায়, গত ১৫ নভেম্বর বাংলাদেশ ছাত্রলীগ শ্রীপুর উপজেলা শাখার অন্তর্গত মাওনা ইউনিয়ন, গোসিঙ্গা ইউনিয়ন, কাওরাইদ ইউনিয়ন ও ধলাদিয়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের কমিটি অনুমোদন দেয় উপজেলা ছাত্রলীগ। কমিটি দেওয়ার পরপরই কমিটির দু’জন যুগ্ম আহ্বায়ক মো. সোহেল সরকার ও আলমগীর হোসেন মারুফ তাদের স্বাক্ষর জাল করা হয়ে লিখে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। এরপর থেকে আলোচনা সমালোচনা শুরু হয়। 

শ্রীপুর উপজেলা শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মো. আলমগীর হোসেন মারুফ সাংবাদিকদের বলেন, ‘গত ১৫ নভেম্বর ছাত্রলীগের যে চারটি কমিটি অনুমোদন দেওয়া হয়েছে সেই কমিটিতে আমি স্বাক্ষর করিনি। তা জাল করা হয়েছে। কমিটির বিষয়ও আমি জানিনা। পরে ফেসবুকে জানি। তাই,এই কমিটি আমি অবৈধ বলে মনে করি বিধায় জেলা ও কেন্দ্রীয় কমিটিকে জানিয়েছি"। 

অপর যুগ্ম আহ্বায়ক মো. সোহেল সরকার বলেন, "অর্থনৈতিক সুবিধা নিয়ে আহ্বায়ক নিজে আমার স্বাক্ষর জালিয়াতি করে যত্রতত্র কমিটি অনুমোদন দিয়েছে। যে কমিটির বিষয়ে আমরা দুই যুগ্ম আহ্বায়ক জানিনা’। 

স্বাক্ষর জালিয়াতির বিষয়ে শ্রীপুর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মো. মাহাবুব হোসেনের মুঠোফোনে ফোন দিলেও তিনি রিসিভ করেননি। পরে ক্ষুদে বার্তা পাঠালে তিনি হাসপাতালে রয়েছেন বলে জানান। 

এ বিষয়ে বক্তব্য নেওয়ার প্রয়োজনে গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতি সুলতান মো. সিরাজুল ইসলামের ও সাধারণ সম্পাদক নাসির মোড়লের মুঠোফোনে ফোন দিলেও তারা ফোন রিসিভ করেননি। 

এ বিষয়ে বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসাইন নাঈম গণমাধ্যমকে জানান, সাক্ষর জাল করে কমিটি ঘোষণার অভিযোগ উঠায় কেন্দ্রীয় ছাত্রলীগের সিদ্ধান্তে শ্রীপুরের ৪টি কমিটি বিলুপ্ত করা হয়েছে। একই সঙ্গে উপজেলা শাখা কমিটি স্থগিত করে আগামী ৭ দিনের মধ্যে স্বাক্ষর জালিয়াতির অভিযোগে বিষয়ে উপযুক্ত কারণসহ লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে। জবাব পেলে গঠনতন্ত্র অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। 

যাযাদি/ এস