কেশবপুরে ৩ আওয়ামী লীগ নেতার নামে মামলা

প্রকাশ | ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৩৯

কেশবপুর (যশোর) প্রতিনিধি

জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা লঙ্গন প্রমাণিত হওয়ায় যশোরের কেশবপুরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ তিন জন আওয়ামী লীগ নেতার নামে আদালতে মামলা করা হয়েছে। যশোর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ওই তিন ব্যক্তির নামে সম্প্রতি মামলা করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা রবিউল ইসলাম। সোমবার নির্বাচন কর্মকর্তা রবিউল ইসলাম নির্বাচন কমিশনের ক্ষমতাপ্রাপ্ত হয়ে তাদের বিরুদ্ধে মামলা করার এ তথ্যটি নিশ্চিত করেছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) নির্বাচনী এলাকায় রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০০৮ এর বিধান লঙ্গন প্রমাণিত হওয়ায় উপজেলার পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসীম উদ্দীন, বিদ্যানন্দকাটি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মান্নান গাজী ও পৌরসভার বায়সা গ্রামের কামরুল ইসলামের বিরুদ্ধে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত যশোরে মামলা দায়ের করা হয়েছে।
 
উল্লেখ্য, ওই তিন ব্যক্তির বিরুদ্ধে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য হুমকি-ধামকি প্রদানের অভিযোগ ওঠে। ঘটনা উল্লেখ করে সে সময় তাদের বিরুদ্ধে নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যানের নিকট সংসদ সদস্য প্রার্থী আজিজুল ইসলাম লিখিত অভিযোগ করেন।

যাযাদি/ এস