রফিকুল ইসলাম মিয়ার অবস্থা স্থিতিশীল

প্রকাশ | ১৭ এপ্রিল ২০২৪, ২০:৪১

যাযাদি ডেস্ক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল আছে। 

গত ১৫ এপ্রিল গুরুতর শারীরিক জটিলতা নিয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন রফিকুল ইসলাম মিয়া। 

বুধবার (১৭ এপ্রিল) বিএনপির পক্ষে দলের কেন্দ্রীয় নেতা ডা. রফিকুল ইসলাম তাঁকে দেখতে হাসপাতালে যান।

সেখানে গিয়ে তিনি তাঁর স্বাস্থ্যের খোঁজখবর নেন। ডা. রফিক জানান, তাঁকে আরো কয়েকদিন হাসপাতালে চিকিৎসদের পর্যবেক্ষণ থাকতে হবে।

উল্লেখ্য, বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্ষদের এই নেতা তিনি কুমিল্লা-৩ আসন থেকে ১৯৯১ এবং ১৯৯৬ সালে ধানের শীষ প্রতীকে নির্বাচিত হন। 

১৯৯১ সালে খালেদা জিয়ার নেতৃত্বে সরকার গঠন হলে তিনি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর দায়িত্ব পান।

যাযাদি/ এম