বিএনপির প্রার্থীদের কারণ দর্শানো নোটিশ
প্রকাশ | ২৩ এপ্রিল ২০২৪, ২৩:২০
বিএনপি নির্বাচন বর্জনের ঘোষণা দেওয়ার পরও দলের যেসব নেতা উপজেলা ভোটের প্রথম ধাপের মনোনয়নপত্র প্রত্যাহার করেননি তাদের কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার রাত থেকে সংশ্লিষ্ট প্রার্থীদের কাছে নোটিশ পাঠানো শুরু হয়েছে। রাত ১০টায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী লেন, দলের সিদ্ধান্ত অমান্যকারী নেতাদের কারণ দর্শানো নোটিশ পাঠানো হচ্ছে। বুধবার সকালের মধ্যে সবাই নোটিশ পেয়ে যাবেন।
কারণ দর্শানো নোটিশে বলা হয়েছে, দলের স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী উপজেলা নির্বাচন বর্জন করেছে বিএনপি। দল থেকে বারবার তাগাদা দেওয়ার পরও আপনারা (প্রার্থী) মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। তাই আগামী তিনদিনের মধ্যে এর জবাব দেওয়ার অনুরোধ করা হল।
উপজেলা নির্বাচনের প্রথম ধাপের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ছিল সোমবার। দলের তথ্য মতে, পদধারী অন্তত ১৮ জন নেতাসহ বিএনপি ঘরনার কম-বেশি ৩৮ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেননি।
তারা সবাই চেয়ারম্যান পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। পদধারী ১৮ জন নেতার বাইরে অন্যরা দলের সাবেক নেতা ও তাদের স্বজন। এর বাইরে ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদেও দলের অনেকে নির্বাচন করছেন। তাদেরও কারণ দর্শানো নোটিশ দেওয়া হচ্ছে।
যাযাদি/ এস