কোটা আন্দোলনের পক্ষে মতিঝিলে শিবিরের বিক্ষোভ মিছিল
প্রকাশ | ১৬ জুলাই ২০২৪, ১৯:১৯ | আপডেট: ১৬ জুলাই ২০২৪, ১৯:২১

সারাদেশে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে।
মঙ্গলবার (১৬ জুন) দুপুর ১২টায় রাজধানীর শাপলা চত্বরে ছাত্রশিবির ঢাকা মহানগরের উদ্যোগে এক প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নূরুল ইসলামের নেতৃত্বে মিছিলটি শাপলা চত্বর থেকে শুরু হয়ে ইত্তেফাক মোড়ে গিয়ে শেষ হয়।
কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নূরুল ইসলাম বলেন, বৈষম্যমূলক কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনকে বানচাল করে দেওয়ার উদ্দেশে ছাত্রলীগকে লেলিয়ে দিয়েছে। ছাত্রলীগ নিরীহ ছাত্রদের রক্তাক্ত করেছে।
তিনি বলেন, বর্তমান আওয়ামী সরকার গণতন্ত্রকামী মানুষের যে কোনো আন্দোলনকে দমনপীড়নের মাধ্যমে স্তব্ধ করে দেওয়ার ঘৃণ্য পন্থা অবলম্বন করে আসছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ তাণ্ডব চালিয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়ে রক্তাক্ত করা হয়েছে। ছাত্রলীগের সন্ত্রাস-দখলদারত্বের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা হবে।
বিক্ষোভ মিছিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সিবগাতুল্লাহ, কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আজিজুর রহমান আজাদ, প্রচার সম্পাদক সাদেক আব্দুল্লাহ, ছাত্রকল্যাণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ঢাকা মহানগরের সভাপতি ও সেক্রেটারিসহ শাখা পর্যায়ের বিভিন্ন নেতারা।
যাযাদি/ এম