সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১

কোটা আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে বসতে চায় আওয়ামী লীগ

যাযাদি ডেস্ক
  ০৩ আগস্ট ২০২৪, ১৩:৩২
-ফাইল ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে মতবিনিময় ও সমন্বয় করার জন্য বসতে চায় আওয়ামী লীগ।

শুক্রবার (২ আগস্ট) রাতে গণভবনে একটি জরুরি বৈঠক হয়েছে। যেখানে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে একটি সূত্র থেকে জানানো হয়েছে।

বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। তিনি মানবজমিনকে বলেন, ‘এই বিষয়ে দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্টরা ভালো বলতে পারবেন।’

সূত্র জানায়, কোটাবিরোধী আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে মতবিনিময় ও সমন্বয় করার জন্য প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন। এজন্য তিন সদস্যের একটি কমিটিও করে দেয়া হয়েছে। সেখানে রয়েছেন-আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ ও কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

এ বিষয়ে জানতে অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক ও আ ফ ম বাহাউদ্দিন নাছিমকে ফোনে পাওয়া যায়নি।

ওই বৈঠকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, অ্যাডভোকেট কামরুল ইসলাম, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আইনমন্ত্রী আনিসুল হক, দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, শিক্ষা প্রতিমন্ত্রী শামসুর নাহার চাপা, তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত প্রমুখ উপস্থিত ছিলেন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে