বৈষম্যবিরোধী ছাত্র ও মুক্তিকামী জনতার আন্দোলনের মুখে স্বৈরাচার শেখ হাসিনা প্রধানমন্ত্রী থেকে পদত্যাগ করায়, বান্দরবানের আলীকদম উপজেলায় জামায়াত ইসলামী বাংলাদেশ আলীকদম উপজেলা শাখার উদ্যোগে শুকরানা র্যালী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে (৯ আগস্ট) শুক্রবার বিকেলে শুকরানা র্যালীটি উপজেলা সদরের প্রধান সড়কগুলি প্রতিক্ষণ করে বাজার প্রঙ্গনে এসে আলোচনা মধ্য দিয়ে শেষ হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, বান্দরবান পার্বত্য জেলার কর্মপরিষদ সদস্য অধ্যাপক ফারুক আহমেদ।
দীর্ঘ এক যুগের বেশি সময় পরে পার্বত্য আলীকদমে জামায়াতের মিছিল অনুষ্ঠিত হয়।
এছাড়াও জামায়াতে ইসলামী আলীকদম উপজেলার সভাপতি জনাব মাওলানা মাশুক এলাহী, জামায়াতে ইসলামী, আলীকদম উপজেলা শাখার সেক্রেটারি সাদেক মিয়া, কর্ম পরিষদ সদস্য মাওলানা আবদুল হক, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন, আলীকদম উপজেলার সভাপতি আবু সুফিয়ান, মাহমুদুল ইসলাম, সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, আলীকদম উপজেলা শাখা, এছাড়াও স্থানীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
শুকরানা র্যালী পরে 'আমীরে জামায়াতের ঘোষণা, লুটপাট চলবে না, জামায়াতের ঘোষণা, ভাংচুর চলবে না, খুনী হাসিনার বিচার চাই, হিন্দু-মুসলিম ভাই-ভাই' প্রভৃতি শ্লোগানে নেতাকর্মীরা রাজপথ মুখরিত করে।
যাযাদি/এস