পিরোজপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে যুবদলের ৪ নেতাকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (১০ আগস্ট) রাতে যুবদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বহিষ্কৃত নেতারা হলেন- জেলা যুবদলের আহ্বায়ক মারুফ হাসান, যুগ্ম আহ্বায়ক শেখ বদিউজ্জামান রুবেল, যুগ্ম আহ্বায়ক রিয়াজ শিকদার ও ভান্ডারিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব শামিম হাওলাদার।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের সিদ্ধান্ত মোতাবেক যুবদলের ৪ জনকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃত নেতাদের অপকর্মের দায় দল নেবে না উল্লেখ করে বিজ্ঞপ্তিতে সকল নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখতে অনুরোধ জানানো হয়েছে।
যাযাদি/ এসএম