শেখ হাসিনার বিচার দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ
প্রকাশ | ১৪ আগস্ট ২০২৪, ১৪:৪০

আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দোসরদের বিচারের দাবীতে গোপালগঞ্জে অবস্থান কর্মসূচী ও বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি, জেলা যুব্দলসহ সহযোগী সংগঠন।
বুধবার সকালে শেখ সাহেরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালের অডিটরিয়ামের নীচে অবস্থান নেয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে সেখানে অবস্থান কর্মসূচী শুরু করে।
সেখানে জেলা বিএনপির আহবায়ক শরীফ রাফিকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত। বিক্ষোভ সমাবেশে জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম, ডাঃ কে এম বাবর, সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহীদুল ইসলাম লেলিন, জেলা যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপটন, সাধারন সম্পাদক রাশেকুজ্জামান পলাশ, জেলা ছাত্রদলের সভাপতি মিকাইল হোসেন, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম বক্তব্য রাখেন।
এদিকে, একই দাবীতে বিক্ষোভ মিছিল করে জেলা যুবদলের নেতাকর্মীরা। তারা শেখ সাহেরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালের অডিটরিয়াম থেকে বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ করে।
এসময় জেলা বিএনপির আহবায়ক শরীফ রফিকুজ্জামান বলেন, বিগত ১৭ বছর ধরে বিএনপির নেতা-কর্মীদের উপর অত্যাচার নির্যাতন চালিয়ে গুম খুন করা হয়েছে। এমনকি ছাত্রজনতার আন্দোলনে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে। আমরা এসব হত্যাকান্ডে শেখ হাসিনার বিচারের দাবী জানাই।
যাযাদি/ এস