বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১

সাঁথিয়ায় জামায়াতের সমাবেশে বিশেষ অতিথি আ.লীগ নেতা

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি
  ০৬ সেপ্টেম্বর ২০২৪, ১৪:১৬
ছবি : যায়যায়দিন

পাবনার সাঁথিয়া পৌরসভার ৫ নং ওয়ার্ড কোনাবাড়ীয়া জামায়াতের আয়োজনে ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে গণ সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় আমন্ত্রিত বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাঁথিয়া উপজেলা মৎসলীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মানিক মিয়া রানা।

জামায়াতের সমাবেশে আওয়ামী লীগ নেতার বক্তব্যে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে।ব্যাপারটা ‘টক অব দ্য কান্ট্রিতে’ পরিণত হয়েছে সাঁথিয়া পৌর সদরে।

গণ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাঁথিয়া কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আবু হানিফ। আরো উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াত নেতা মোস্তফা কামাল মানিক, সাঁথিয়া উপজেলা মৎসলীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মানিক মিয়া রানা, সাঁথিয়া পৌরসভার আমীর মাওলানা আব্দুল গফুর প্রমুখ।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে