বগুড়ার ধুনট উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মামুন (২৫) নামে এক ছাত্রদল নেতাকে কুপিয়ে আহত করেছে এক বিএনপি নেতা। মঙ্গলবার রাতে উপজেলার এলাঙ্গী বাজারে প্রকাশ্যে তাকে কুপিয়ে আহত করা হয়।
আহত ছাত্রদল নেতা মামুন ধুনট উপজেলার নলডাঙ্গা গ্রামের লোকমান হোসেনের ছেলে এবং সে বগুড়া সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থী। এছাড়া সে এলাঙ্গী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি প্রার্থী।
স্থানীয় ও দলীয়সূত্রে জানাগেছে, গত মঙ্গলবার ধুনট উপজেলার ১০টি ইউনিয়নে টিসিবির পণ্য বিক্রি করা হয়। কিন্তু অভিযোগ রয়েছে, টিসিবি পণ্যের ভাগ বাটায়োরা নিয়ে স্থানীয় বিএনপি মুরাদ ও ছাত্রদল নেতা মামুনের বাকবিতন্ডা হয়। এরপরই একর্পযায়ে মঙ্গলবার রাতে ধারালো অস্ত্র দিয়ে ছাত্রদল নেতা মামুনকে কুপিয়ে আহত করে বিএনপি নেতা মুরাদ। পরে স্থানীয় লোকজন মামুনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এবিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈকত হাসান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এবিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
যাযাদি/ এস