বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের মহিলা বিভাগের উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) আইডিইবি ভবন মিলনায়তনে ‘বর্তমান প্রেক্ষাপটে জাতি গঠনে শিক্ষাব্যবস্থার কাঙ্খিত রূপ’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।
‘বাংলাদেশের মানুষের বিশ্বাস ও চেতনায় ইসলাম’ উল্লেখ করে ডা. হাবিবা চৌধুরী সুইট বলেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ইসলামি আদর্শ ও সঠিক মূল্যবোধে গড়ে তুলতে ইসলামি শিক্ষা ব্যবস্থার কোনো বিকল্প নেই।’
তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের প্রবর্তিত সমালোচিত শিক্ষা ব্যবস্থা ভবিষ্যৎ প্রজন্মকে সুকৌশলে ইসলাম থেকে বিমুখ করে রাখার ষড়যন্ত্রেরই অংশ ছিল। এ সময় তিনি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ইসলামী শিক্ষা প্রবর্তনের দাবিও জানান।
মহানগরী দক্ষিণের মহিলা বিভাগীয় সেক্রেটারি আয়েশা সিদ্দিকা পারভীনের সভাপতিত্বে সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন মানারাত ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রাক্তন সিনিয়র শিক্ষক ড. জান্নাত আরা শেলী।
এ সময় আরো বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. শামিমা তাসনিম, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক লায়লা মরিয়ম, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সহকারী অধ্যাপক ড. রাশীদাহ্ নাওমী, লালমাটিয়া মহিলা কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগীয় প্রধান ড. ফেরদৌস আরা বকুল, প্রস্তবনা পেশ করেন মহানগরীর মহিলা বিভাগীয় সহকারী সেক্রেটারি জান্নাতুল কারীম সুইটি।
সেমিনারে আরো উপস্থিত ছিলেন মহানগরী সহকারী সেক্রেটারি মাহবুবা খাতুন শরীফা, ডা. শাহানা পারভীন লাভলী, ডা. শিরিন আক্তার রুনা, মহানগরী দক্ষিণের শূরা ও কর্মপরিষদ সদস্যা তানহা আজমী, উম্মে কুলসুম রিনা, রাবেয়া খানম, সেলিনা পারভীন, নার্গিস খান, কামরুন্নাহার তুরানি, নুরজাহান আক্তার প্রমুখ।
যাযাদি/ এস