শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১

মেট্রোরেলে হাফ পাশসহ ৫ দফা দাবি ছাত্র ইউনিয়নের

যাযাদি ডেস্ক
  ২৮ নভেম্বর ২০২৪, ১৯:২২
বক্তব্য রাখছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ 

মেট্রোরেলে শিক্ষার্থীদের হাফ পাশ নিশ্চিত করা, শিক্ষা সামগ্রীর দাম কমানো, শিক্ষা শেষে কাজের নিশ্চয়তা সৃষ্টি ও নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি, কর্মমুখী কারিগরি শিক্ষাসহ অসাম্প্রদায়িক, বিজ্ঞানভিত্তিক সর্বজনীন শিক্ষানীতি প্রণয়ণ এবং বিনামূল্যে শিক্ষার্থীদের চিকিৎসা সেবা চালু ও স্বাস্থ্য কার্ডের দাবিতে বৃহস্পতিবার পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা মহানগর সংসদ বিক্ষোভ সমাবেশ করেছে।

সংগঠনের ঢাকা মহানগর সংসদের সভাপতি সালমান রাহাতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রিজম ফকিরের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক বাহাউদ্দীন শুভ, কেন্দ্রীয় নেতা রাসেল আহাম্মেদ, ঢাকা কলেজ শাখার যুগ্ম-আহ্বায়ক আনন্দ দাশ, সরকারি বাঙলা কলেজ শাখার নেতা নাঈমুর রহমান ও সূত্রাপুর থানা শাখার সাংগঠনিক সম্পাদক সাম্য দাস।

সমাবেশে বক্তারা বলেন, জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে গণপরিবহনে (বাস) শিক্ষার্থীদের হাফপাশ নিশ্চিত হলেও আধুনিক ও প্রযুক্তিনির্ভর গণপরিবহন মেট্রোরেলে হাফ পাশ করার কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। যেহেতু শিক্ষার্থীদের দাবি ছিল সব গণপরিবহনে হাফপাশ চালুর, তাই মেট্রোরেল একটি গণপরিবহন হওয়ায় এখানে হাফ পাশ নিশ্চিত করতে হবে। বক্তারা বলেন, কোটা সংস্কারের আন্দোলন মূলত ছিল কর্মসংস্থানের। এ আন্দোলনে পরিপ্রেক্ষিতে হাসিনা সরকারের পতন হলেও পরবর্তী সময়ে শিক্ষার্থীদের কর্মসংস্থান নিয়ে অনতর্বর্তীকালীন সরকারের উপদেষ্টামন্ডলির কোনো পদক্ষেপ নেই। ছাত্রনেতারা শিক্ষা শেষে কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্যে নতুন কর্মসংস্থান বৃদ্ধি ও শিক্ষা প্রতিষ্ঠানে কারিগরি শিক্ষা নিশ্চিত করার দাবি জানান।

সব সিন্ডিকেট ভেঙে শিক্ষা সামগ্রির দাম কমিয়ে বাজার নিয়ন্ত্রণে দাবিও জানান বক্তারা। বক্তারা বলেন, শিক্ষার্থীরা এখন আর কোনো রাজনৈতিক দলের লাঠিয়াল বাহিনী হিসেবে থাকতে চায় না। কোনো যৌক্তিক আন্দোলনে শিক্ষার্থীদের আন্দোলনকারীদের মুখামুখি দাঁড় না করানোর দাবি জানান তারা।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে