বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১

‘দ্বীন প্রতিষ্ঠায় যুবসমাজকে দায়ীর ভূমিকায় অবতীর্ণ হতে হবে’

যাযাদি ডেস্ক
  ৩০ নভেম্বর ২০২৪, ১৪:০৯
আপডেট  : ৩০ নভেম্বর ২০২৪, ১৪:১১
ছবি: যায়যায়দিন

চট্টগ্রাম মহানগরী জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেছেন, দ্বীন প্রতিষ্ঠায় যুবসমাজকে দায়ীর ভূমিকায় অবতীর্ণ হতে হবে। মানুষের ঘরে ঘরে ইসলামের সুমহান আদর্শ পৌঁছানোর দায়িত্ব নিতে হবে। আল্লাহর দ্বীন কায়েমের জন্য আল্লাহর নবী ও সাহাবায়ে কেরামদের মতো পাগলপারা হয়ে কাজ করতে হবে। রাসূলের সাহাবীরা দ্বীন কায়েমের জন্য জান ও মালের কুরবানিতে কোনো পরোয়া করেননি।

গত শুক্রবার সন্ধ্যায় ইপিজেড থানা জামায়াতের যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দীর্ঘ ১৫ বছর এদেশে যুবসমাজের ওপর চরম জুলুম নির্যাতন চালানো হয়েছে। দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে অতীতে অনেক নবী ও সাহাবীকে বিনা অপরাধে হত্যা করা হয়েছে। বাংলাদেশেও জামায়াতের নেতাকর্মীসহ অসংখ্য দ্বীনের দায়ীদের দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করার অপরাধে হত্যা করা হয়েছে। দেশের শতকরা ৯০ শতাংশ মুসলমানের দেশে আল্লাহর দ্বীন কায়েম হবেই হবে, ইনশাআল্লাহ।

অনুুষ্ঠিত যুব সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইপিজেড থানা জামায়াতের আমীর আবুল মোকাররম, থানা বায়তুলমাল সেক্রেটারি ও ৩৯ নম্বর ওয়ার্ড আমীর ওসমান গনি, থানা অফিস সেক্রেটারি আবদুল্লাহ আল আরিফ, থানা যুব বিভাগীয় দায়িত্বশীল শোয়াইব ইকবাল, ফখরুল ইসলাম ও এডভোকেট সাহেদ প্রমুখ।

যাযাদি/এআর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে