বিদেশে পালানোর সময় আ.লীগ নেতা গ্রেফতার
প্রকাশ | ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৫২ | আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৫৯

আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আলী আমজাদ তালুকদারকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে আমেরিকায় পালানোর সময় পুলিশ বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে। আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এবিএম মাঈদুল হাছান যায়যায়দিনকে এ তথ্য দিয়েছেন।
জানা গেছে, আওয়ামী লীগ নেতা আলী আমজাদ তালুকদার আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নের সাবেক তিনবারের চেয়ারম্যান। বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে হামলার অভিযোগে তার বিরুদ্ধে মামলা রয়েছে।
ওসি মাইদুল হাছান জানান, বিমানবন্দর থেকে গ্রেপ্তারের পর দুপুর পর্যন্ত তাকে ঢাকায় রাখা হয়েছে। আজই তাকে হবিগঞ্জ ফিরিয়ে এনে আদালতে সোপর্দ করা হবে।
যাযাদি/এস