সিএনজির স্ট্যান্ড দখল নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, আহত ৩০
প্রকাশ | ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২১:১৬ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২১:১৮

আজমিরীগঞ্জে সিএনজি স্ট্যান্ড দখল নিয়ে শ্রমিক ও উপজেলা বিএনপির আহব্বায়ক মোহন মিয়া তালুকদারের পক্ষ নিয়ে কয়েক গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে।
রোববার ( ২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলা সদরের বাস স্ট্যান্ড সংলগ্ন সিএনজি স্ট্যান্ডে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
খবর পেয়ে সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি শান্ত করে। সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হন। তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতাল ও আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এ সময় দু’টি ট্রলিতে আগুন ধরিয়ে দেয়া হয়।
উপজেলা বিএনপির আহব্বায়ক মোহন মিয়া তালুকদারের নেতৃত্বে ট্রলি ও অটোরিক্সা বুঝাই দিয়ে সদর ইউনিয়ন থেকে দেশীয় অস্ত্র রামদা, বল্লমসহ লোকজন সিএনজি স্ট্যান্ড দখলের চেষ্টা করেছে বলে আজমিরীগঞ্জ সিএনজি মালিক ও শ্রমিক সভাপতিরা। তবে স্ট্যান্ড দখলের বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করছেন উপজেলা বিএনপির আহব্বায়ক মোহন মিয়া তালুকদার।
স্থানীয়রা জানান, আজমিরীগঞ্জ উপজেলা সিএনজি স্ট্যান্ড দখল নিয়ে একাধিকবার তাদের মধ্যে হামলা সংঘর্ষ হয়। কয়েকবার সালিশ বিচারে তা সমাধানও হয়। রোববার বিকালে স্ট্যান্ড দখল নিয়ে দু’পক্খ সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে তাদের পক্ষে আজমিরীগঞ্জ পৌর এলাকা, নগর গ্রাম, শিবপাশা, পশ্চিমভাগসহ বেশ কয়েকটি গ্রামের মানুষ লাঠিসোটা নিয়ে এসে সংঘর্ষে জড়ায়।
আজমিরীগঞ্জ সিএনজি স্ট্যান্ডের মালিক সমিতির সভাপতি তকবির হোসেন ও শ্রমিক সমিতির সভাপতি আজিবুর রহমান বলেন, উপজেলা বিএনপির আহব্বায়ক মোহন মিয়া তালুকদারের নেতৃত্বে এক নম্বর সদর ইউনিয়ন থেকে তিনটি ট্রলি ও অটোরিক্সা মিশুক দিয়ে দেশীয় অস্ত্র নিয়ে সিএনজি সিএনজি স্ট্যান্ড দখল করতে আসে। আমরা তা প্রতিহত করি।
উপজেলা বিএনপির আহব্বায়ক মোহন মিয়া তালুকদার বলেন, এ বিষয়ে তিনি অবগত নয়। ঘটনার সময় তিনি হবিগঞ্জ ছিলেন বলেও জানান তিনি।
এতে উল্লেখিত সংখ্যক লোক আহত হয়। খবর পেয়ে তাৎক্ষণিক সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় আরব আলীকে (৭০) হবিগঞ্জ সদর হাসপাতাল এবং মোতালিব (৪৬), লুৎফুর (৫২), রায়হান (২০), জাফর (৩৫), দিলোয়ার (৩১), আল আমিন (৩০), বিনু (৪৪), রফিকুল (৪৬), সাদেক (৪৫), ফজলু (৪৩), আবুল (৩০), ইলিয়াসকে (৫০) আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করে আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এডিএম মাইদুল হাসান বলেন, বাস স্ট্যান্ড সংলগ্ন সিএনজি স্ট্যান্ডে আধিপত্য বিস্তার নিয়ে দু’দল শ্রমিকের মধ্যে এ সংঘর্ষ হয়েছে।
যাযাদি/ এম