চট্টগ্রাম ১৩ আসনে জামায়াতের প্রার্থী অধ্যাপক মাহামুদুল হাসান চৌধুরী

প্রকাশ | ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২৫ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১৭

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য অধ্যাপক আহসান উল্লাহ বলেন, শেখ হাসিনা দেশের হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করে গণ অভ্যুত্থানে পালিয়েছে, তাকে কেউ তাড়ায়নি। ১৯৭১ সালের পরও হাজার হাজার মানুষকে হত্যা করেছে আওয়ামীলীগ, এরপর শেখ মুজিব বাকশাল কায়েম করেছে, জনগণকে সামনে নিয়ে আওয়ামীলীগের রাজনীতি শুধু বন্ধ নয় তাদের বয়কট করতে হবে, বিডিআর বিদ্রোহের নামে দেশের সেনা বাহিনীকে হত্যা করেছে, এদেশে হাসিনা কি করেছে, মুজিব কি করেছে সবাই জানে, তারা দেশে আসার আর সুযোগ থাকবেনা, শেখ হাসিনার বিচারের আগে কোন নির্বাচন নয়।

তিনি আরো বলেন, বাংলাদেশে ইসলামী জনতা কোরআনের পক্ষে জেগেছে, যাদের রক্তে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে ওই রক্ত জামায়াতে ইসলামীর, আমরা দেশে ৩০০ আসনে নির্বাচন করতে  চায়,ক্ষমতা নয় আমরা জনগণের খেতমত করতে চায়,আমরা কারো বাপের আইন নয়, কারো স্বামীর আইন নয়, কোরআনের আইন কায়েম করতে চায়। সংসদে জামায়াতের প্রতিনিধি না থাকলে দেশ সন্ত্রাস মুক্ত হবেনা, চাঁদাবাজ মুক্ত হবেনা। 

এসময় তিনি জামায়াতে ইসলামীর প্রার্থী দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মাহামুদুল হাসান চৌধুরীকে চট্টগ্রাম ১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে জামায়াতে ইসলামীর দলীয় প্রার্থী ঘোষণা করে পরিচয় করিয়ে দেন।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) রাতে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কালাবিবির দিঘির মোড়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে চট্টগ্রাম ১৩ আসনের দলীয় প্রার্থী ঘোষণা ও সর্বস্তরের দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মাস্টার আবুল হাসান খোকার সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় মজলিসে শূরা ও চট্টগ্রাম অঞ্চলের টীম সদস্য জাফর সাদেক।

বক্তব্য রাখেন, চট্টগ্রাম ১৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মাহামুদুল হাসান চৌধুরী, আনোয়ারার আমির, বীর মুক্তিযোদ্ধা মাষ্টার এম এ গণি,দক্ষিণ জেলা কর্মপরিষদের সদস্য ইসমাইল হক্কানি, আমীর মাষ্টার মনসুর আলী, বখতেয়ার মাহমুদ,ছাত্র শিবির পশ্চিমের সভাপতি আব্দুর রহিম, আমির মনিরুল আবছার নুরুদ্দিন জাহাঙ্গীর প্রমুখ।

যাযাদি/ এস