‘শাহবাগী’ গোসল কর, সন্ধ্যায় গণ-ইফতার

প্রকাশ | ১৩ মার্চ ২০২৫, ১১:০৪

যাযাদি ডেস্ক
ছবি: যায়যায়দিন

‘শাহবাগী’ প্রতীক গরু গোসল করালো শাহবাগ বিরোধী ঐক্যে গ্রুপ নামে একটি প্লাটফর্ম। আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ৮টার দিকে জাতীয় যাদুঘরের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। ‘শাহবাগী’ গোসল কর, লেখা একটি ব্যানারে গরুর গায়ে টাঙিয়ে তাকে গোসল করিয়ে প্রতীকী প্রতিবাদ জানান তারা।

গরুটিকে জবাই করে ইফতারি তৈরির জন্য রান্নার প্রস্তুতি নিচ্ছেন আয়োজকরা। 

জানা গেছে, ‘শেখ হাসিনার ক্যাঙারু ট্রাইব্যুনালের মাধ্যমে ২০১৩ সালে শাহবাগীদের চক্রান্ত থেকে জুলাই বিপ্লব পর্যন্ত ফ্যাসিস্টের হাতে শাহাদাত বরণ করা সব শহীদের রুহের মাগফিরাত কামনায় এ কর্মসূচি পালন করছেন তারা।

আন্দোলনকারীরা জানান, গরুটিকে গোসল করানোর মাধ্যমে তারা ‘শাহবাগীদের’ একটি ম্যাসেজ দিতে চান, ‘তোমরা গোসল করো না, তোমাদের গায়ে গন্ধ’। এ জন্য তারা গরুটিকে গোসল দিয়েছেন। এতে তাদের উদ্দেশ্য ছিল, শাহবাগীদের মনে করিয়ে দেওয়া, সাধারণত সভ্য মানুষদের মতো নিয়মিত গোসল করা উচিত।

তারা আরো জানান, আজকে শাহবাগে গণ ইফতারের আয়োজন করছেন। এ জন্য সাবাইকে দাওয়াত দিয়েছেন তারা।

উল্লেখ্য, ২০১৩ সালের শাহবাগ আন্দোলন, যা ‘গণজাগরণ মঞ্চ’ নামে পরিচিত, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত। এই আন্দোলনের মাধ্যমে কথিত যুদ্ধাপরাধের বিচার করা হয়েছিল। সে সময়, তাদের দাবির প্রেক্ষিতে তৎকালীন সরকার বিরোধী দলগুলোর নেতাদের বিচারিক হত্যা কার্যকর করেছিল। ফলে, সেই আন্দোলন দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে অনেক বিরোধিতার মুখোমুখি হয়।

যাযাদি/ এস