ভূঞাপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

প্রকাশ | ০৫ এপ্রিল ২০২৫, ১৫:৩২ | আপডেট: ০৫ এপ্রিল ২০২৫, ১৫:৪২

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

টাঙ্গাইলের ভূঞাপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের উপজেলা শাখার সাধারণ সম্পাদক শাকিল আহমেদ ওরফে আমান উল্যাহকে (৩২) গ্রেফতার করেছে ভূঞাপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃত আমানউল্যাহ উপজেলার বাহাদীপুর গ্রামের হাসান আলীর ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে উপজেলার কাগমারী পাড়া শ্বশুরালয় থেকে শনিবার সকাল ১১ টায় গ্রেফতার করা হয়।

এই রিপোর্ট লেখা পর্যন্ত তার বিরুদ্ধে কোনো মামলা হয়নি। ওসি একেএম রেজাউল করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে এবং আইনগত পদক্ষেপের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

যাযাদি/ এমএস