আদালতে হাজিরা দিলেন সাবেক আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম
প্রকাশ | ৩০ এপ্রিল ২০২৫, ১৮:৫০ | আপডেট: ৩০ এপ্রিল ২০২৫, ১৮:৫২

বৈষম্যবিরোধী আন্দোলনে হতাহতের মামলায় হাজিরা দিতে সাবেক প্রতিমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম বুধবার গাজীপুরে যান।
গাজীপুর জজ আদালতের পিপি মু. মোস্তফা কামাল বলেন, একই দিন সাবেক মন্ত্রী দীপু মনি, সাধন চন্দ্র মজুমদার ও সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক একই ঘটনার মামলার আসামি।
এদিন গাজীপুরে অ্যাডভোকেট কামরুল ইসলাম ছাড়া অন্যদের ঢাকার আদালতে হাজিরা দিতে যান।থাকায় তাদের গাজীপুর মহানগর আদালতে আনা হয় নি। ঢাকার আদালতে সেদিন তারা হাজিরা দিতে যান।
বুধবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে তাকে গাজীপুর মহানগর আদালতে আনা হয়। পরে হাজিরা শেষে দুপুরে তাকে প্রিজন ভ্যানে করে কারাগারে পাঠানো হয়েছে।
এডভোকেট কামরুল ইসলামকে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক ওমর হায়দারের আদালতে হাজির করা হয়। হাজিরা শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।
আদালত সূত্রে জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র জনতার অভ্যুত্থানের সময় গাজীপুরের গাছা এলাকায় বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় মেট্রোপলিটন গাছা থানায় আলাদা তিনটি মামলা দায়ের করা হয়।
বুধবার সকাল কারাগার থেকে তাদের পুলিশের প্রিজন ভ্যান যোগে কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয়। হাজিরা শেষে আবার তাকে কারাগারে পাঠানো হয়েছে।