নাজিরপুরে অস্ত্র মামলায় গ্রেপ্তার সেচ্ছাসেবক দল নেতা
প্রকাশ | ০২ মে ২০২৫, ১৭:২৮

পিরোজপুরের নাজিরপুরে অস্ত্র মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সেচ্ছাসেবক দল নেতা মো. জাহিদুল ইসলাম শেখকে (৪৫) গ্রেফতার করেছে ডিবি পিরোজপুর।
গতকাল বৃহস্পতিবার (১ মে) রাতে উপজেলার রঘুনাথপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জাহিদুল ইসলাম নাজিরপুর উপজেলার সেখমাটিয়া ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের আব্দুল হাকিম শেখের ছেলে ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য।
জাহিদুল এর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদ আল ফরিদ ভূইয়া।
জানা যায়, গ্রেফতারকৃত সেচ্ছাসেবক দল নেতা মো. জাহিদুল ইসলাম শেখ এর বিরুদ্ধে গোসাঁইরহাট থানার একটি অস্ত্র মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে। গোসাঁইরহাট থানার মামলা নং-০৩, তারিখ-০৭/১২/২০১৩ খ্রিঃ ধারা-১৮৭৮ সালের অস্ত্র আইন সংশোধনী ২০০২ এর (১৯), জিআর নং-১৬৯/১৩ এবং স্পেশাল ট্রাইবুনাল (শরীয়তপুর) মামলা নং- ১৪/২০১৪ সংক্রান্ত গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
গ্রেফতারকৃত মো. জাহিদ ইসলাম শেখ নাজিরপুর উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচীব মো: রিয়াজুল ইসলাম।
নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ আল ফরিদ ভূঁইয়া বলেন, অস্ত্র আইনের মামলায় পলাতক আসামি জাহিদুল ইসলাম। তাকে ওয়ারেন্ট মূলে পিরোজপুর জেলা গোয়েন্দা শাখার সহযোগিতায গতকাল রাতে গ্রেফতার করে আজ আদালতে সোপর্দ করা হয়েছে।