জুলাই আন্দোলন শেষ হয়নি, বিরোধী শক্তি হামলার প্রস্তুতি নিচ্ছে: প্রেস সচিব

প্রকাশ | ০৪ মে ২০২৫, ০৯:০৪

যাযাদি ডেস্ক
ফাইল ছবি

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জুলাই আন্দোলন এখনও শেষ হয়নি, কারণ এর বিরোধী শক্তিগুলো এখনো সক্রিয় এবং তারা হামলার প্রস্তুতি নিচ্ছে। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ কথা লিখেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। বাসস

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জুলাই আন্দোলন এখনও শেষ হয়নি, কারণ এর বিরোধী শক্তিগুলো এখনো সক্রিয় এবং তারা হামলার প্রস্তুতি নিচ্ছে। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ কথা লিখেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। বাসস

তিনি আরও লিখেন, গত নয় মাসে আমি বুঝতে পেরেছি যে জুলাই শেষ নয়। এটি কেবল একটি সময়কাল নয়, এটি একটি ফ্রন্টলাইন, যেটিকে প্রতিদিন রক্ষা করতে হয়।

শফিকুল আলম বলেন, যারা জুলাইয়ের বিরোধিতা করেছিল, তারা হারিয়ে যায়নি। তারা দেখছে, অপেক্ষা করছে, আবার হামলা চালানোর জন্য প্রস্তুতি নিচ্ছে।

তিনি দুই ধরনের দৃষ্টিভঙ্গির উল্লেখ করে বলেন, একটি পক্ষ চায় গণতান্ত্রিক, মুক্ত ও প্রগতিশীল বাংলাদেশ। আরেক পক্ষ চায় লুটেরা, বংশগত, চেতনাবাজি শাসনব্যবস্থা, যা অতীতের দুর্নীতির ছায়া আঁকড়ে ধরে আছে।

তিনি সতর্ক করে বলেন, আর ভুল কোরো না-যখনই তুমি বিশ্রাম নাও, ভাবো যে লড়াই শেষ, তখনই তারা ফিরে আসে-হিংসা, প্রপাগান্ডা আর বিষ ছড়িয়ে।

শফিকুল আলম আরও বলেন, তারা অপেক্ষা করে রাস্তাগুলো ফাঁকা হওয়ার, যেন আবার দখল নিতে পারে। কিন্তু আমি শিখেছি, আমাদের কখনো রাস্তাগুলো ছেড়ে দেয়া চলবে না- শুধু বাস্তব রাস্তা নয়, আদর্শের রাস্তাও না।

তিনি বলেন, বিপ্লব-পরবর্তী সময়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সত্যকে রক্ষা করা। কারণ তুমি যদি সজাগ না থাকো, প্রতিপক্ষ আনন্দের সঙ্গে কল্পিত সত্য চাপিয়ে দেবে।

বিহারিদের উদাহরণ দিয়ে তিনি বলেন, হ্যাঁ, কিছু লোক মুক্তিযুদ্ধের সময় দালালি করেছিল। কিন্তু সংখ্যাগরিষ্ঠ ছিল প্রান্তিক, গোলাগুলির মাঝে আটকে পড়া, নিস্তব্ধ করে দেয়া মানুষ। আজ জেনেভা ক্যাম্পে জন্ম নেয়া প্রজন্ম লজ্জায় বড় হয়, নিজেদের গল্প বলার অধিকারও নেই- এটা আমাদের ভবিতব্য হতে পারে না।

তিনি বলেন, আমি রাস্তা ছাড়বো না। আমি জুলাইয়ের হত্যাকাণ্ড নিয়ে কথা বলা থামাবো না। আমি ২০০৯ থেকে ২০২৪-এর আগস্ট পর্যন্ত যে অন্ধকার সময় গেছে- একটি ডিজিটাল দাসত্ব, দমন ও ভয়ের সময়- তা নিয়ে সত্য বলা বন্ধ করব না।

শেষে তিনি বলেন, নতুন বাংলাদেশের জন্য লড়াই শুধু রাজনৈতিক নয়, এটি ব্যক্তিগতও। এটি অস্তিত্বের প্রশ্ন- আমি এই লড়াইয়ে হারতে পারি না, হারব না।