নাগরিক কমিটি থেকে ইমির পদত্যাগ

প্রকাশ | ০৫ মে ২০২৫, ০৮:৪৪

যাযাদি ডেস্ক
দলটির কেন্দ্রীয় সদস্য শেখ তাসনিম আফরোজ ইমি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির কেন্দ্রীয় সদস্য শেখ তাসনিম আফরোজ ইমি। 

রবিবার (৪ মে) রাতে তার নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া পোস্টে পদত্যাগের ঘোষণা দেন ইমি।

পোস্টে ইমি লিখেছেন, ‘আমি জাতীয় নাগরিক কমিটির একজন কেন্দ্রীয় সদস্য। আজ এই মুহূর্ত থেকে জাতীয় নাগরিক কমিটির সাথে সকল প্রকার সংশ্লিষ্টতা ত্যাগ করলাম।’

পদত্যাগপত্র দেওয়া নিয়ে তিনি বলেন, ‘নাগরিক কমিটির সর্বশেষ মিটিং এর সিদ্ধান্ত অনুযায়ী মার্চের ১৫ তারিখের পর থেকে নাগরিক কমিটির অর্গানোগ্রামের আর কোনো ভ্যালিডিটি নেই। তাই কারোর কাছে পদত্যাগপত্র দেয়ার সুযোগ না থাকায় ঘোষণাটি এখানেই দিলাম। সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করছি।’

ইমি বলেন, ‘একইসাথে দেশের সার্বভৌমত্ব এবং নারীর প্রশ্নে কেউ বাঁধা  হিসেবে আসলে তাকে এক চুলও ছাড় না দেয়ার এবং জীবন দিয়ে হলেও তাদেরকে প্রতিহত করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করছি।’