সেই বাবুর্চির হাতে খালেদা জিয়া-দুই পুত্রবধূর জন্য বিশেষ রান্না

প্রকাশ | ০৬ মে ২০২৫, ১৩:৫০

যাযাদি ডেস্ক
পুত্রবধূ জোবাইদা রহমান এবং সৈয়দা শামিলা রহমানের সঙ্গে খালেদা জিয়া

বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য প্রায় চার মাস লন্ডনে অবস্থান করার পর দুই পুত্রবধূ জোবাইদা রহমান এবং সৈয়দা শামিলা রহমানকে সঙ্গে নিয়ে দেশে ফিরেছেন। 

দীর্ঘদিন পর দুই পুত্রবধূকে নিয়ে দেশে ফেরার উপলক্ষে খালেদা জিয়ার ঢাকার গুলশানের বাসভবনে আয়োজন করা হয়েছে বিশেষ ভোজের।

মঙ্গলবার (৬ মে) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, খালেদা জিয়ার ব্যক্তিগত বাবুর্চি এই বিশেষ ভোজের আয়োজন করেছেন। 

জিয়াউর রহমান স্যারের সময় থেকে যিনি রান্না করতেন, তিনিই আজ রান্না করেছেন। 

তবে, শায়রুল কবির খান বিশেষ ভোজের মেন্যু সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে পারেননি। 

তিনি বলেন, আজ বিশেষ কোনো রান্না আছে কি না, সেটা বলা যাচ্ছে না।

দেশে ফিরে বিমানবন্দর থেকে সরাসরি গুলশানের ৮০ নং সড়কের ১ নং বাড়ি ফিরোজায় উঠেছেন সাবেক এ প্রধানমন্ত্রী।