সাবেক এমপি ও কণ্ঠশিল্পী মমতাজ গ্রেফতার
প্রকাশ | ১৩ মে ২০২৫, ০০:১১ | আপডেট: ১৩ মে ২০২৫, ০৮:২১

মানিকগঞ্জ-২ আসনের সাবেক এমপি সঙ্গীত শিল্পী মমতাজ বেগমকে ধানমন্ডি থেকে গ্রেপ্তার করেছে ডিবি।
আজ সোমবার (১২ মে) ডিএমপির ডিসি (মিডিয়া ও পাবলিক রিলেশন্স) মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তথ্য নিশ্চিত করেন।
ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেন, ধানমন্ডি স্টার কাবাবের পেছনের একটি বাসায় আত্মগোপনে ছিলেন মমতাজ বেগম। সেখান থেকে রাত পৌনে ১২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।