বিএনপি নেতা রিয়াদ চৌধুরী বিমানবন্দরে গ্রেপ্তার

প্রকাশ | ১৫ মে ২০২৫, ১৫:৪৪ | আপডেট: ১৫ মে ২০২৫, ১৬:০৩

নারায়ণগঞ্জ প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

নারায়ণগঞ্জের ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। 

বৃহস্পতিবার (১৫ মে) সকালে  রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে রয়েছে।

এদিকে, এ ঘটনার পর তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।  

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, ‘চাঁদাবাজির অভিযোগে ঢাকা বিমানবন্দর থেকে বিমানবন্দর পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।  গ্রেপ্তার রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে  নারায়ণগঞ্জে আনার প্রক্রিয়া চলছে। 

তাকে আনতে জেলা পুলিশের একটি দলকে ঢাকায় পাঠানো হয়েছে। বিএনপির এই নেতাকে নারায়ণগঞ্জে আনার পর তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক পদসহ দলের প্রাথমিক সদস্য পদ থেকেও বহিষ্কার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গত বুধবার ফতুল্লার এক গার্মেন্টস ব্যবসায়ীকে তার কারখানা পুড়িয়ে দেওয়ার হুমকি দেন রিয়াদ চৌধুরী। এমন একটি ভয়েজ রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।