যমুনার সামনে ইশরাক সমর্থকদের অবস্থান, তীব্র যানজট
প্রকাশ | ২২ মে ২০২৫, ০৯:৫৫ | আপডেট: ২২ মে ২০২৫, ০৯:৫৬

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে শপথের পাশাপাশি সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং মাহফুজ আলমের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকরা। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে পুরো এলাকায়। চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী।
বৃহস্পতিবার (২২ মে) ভোরের আলো ফুটতেই বাড়ছে নেতাকর্মীর সংখ্যা। বিভিন্ন ওয়ার্ড এবং থানা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হচ্ছেন তারা।
গতকাল রাতভর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনের সড়ক হেয়ার রোডে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার পর আজও তা অব্যাহত রাখার সিদ্ধান্ত ইশরাক হোসেনের সমর্থকদের।
এরইমধ্যে, বন্ধ করে দেয়া হয়েছে কাকরাইল থেকে মৎস্য ভবনের দিকে চলাচলের সড়ক।
নেতাকর্মীরা দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া ও মাহফুজ আলমের পদত্যাগের দাবিতে স্লোগান দিচ্ছেন।
অপরদিকে, যমুনার মুখে বাড়ানো হয়েছে পুলিশ উপস্থিতি।
অবস্থান নিয়েছে সেনাবাহিনীও। এর আগে, টানা ৭ দিন নগর ভবনের সামনে ‘ব্লকেড কর্মসূচি’ পালন করেন ইশরাক সমর্থকরা।