‘কেউ মেয়র পদ পাওয়ার জন্য সাধারণ মানুষের পথ আটকাতে পারেন না' 

প্রকাশ | ২২ মে ২০২৫, ১০:৪৭ | আপডেট: ২২ মে ২০২৫, ১০:৪৯

যাযাদি ডেস্ক
বুধবার সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত কর্নেল ড. অলি আহমদ

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত কর্নেল ড. অলি আহমদ বলেছেন, ‘কেউ মেয়র পদ পাওয়ার জন্য সাধারণ মানুষের পথ আটকাতে পারেন না।  তাদের সুবিধা আদায়ের জন্য ১৮ কোটি মানুষকে জিম্মি করতে পারে না।’

বুধবার বিকালে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, 'কারো পদ পাওয়া বা সুবিধা আদায়ের জন্য ১৮ কোটি মানুষকে জিম্মি করতে পারেনা' তারা যেভাবে রাস্তা অবরোধ করেছে আমারও অধিকার আছে চলাফেরা করার। তাদের সুবিধা আদায়ের জন্য ১৮ কোটি মানুষকে জিম্মি করতে পারে না। 

কেউ যদি পদে পেতে চান তাহলে কোর্টে যান, হাইকোর্ট আছে, সুপ্রিম কোট আছে।  এভাবে রাস্তা অবরোধ করে মানুষকে কষ্ট দিবেন না। মানুষ আপনাদেরকে বদদোয়া দিচ্ছে।

রাস্তায় অনেক মানুষ কষ্ট পাচ্ছে, অনেক রোগী আছে। মা-বোনেনা কষ্ট পাচ্ছে। পদের জন্য এভাবে মানুষকে কষ্ট দেয়া ঠিক না। 

অলি আহমদ বলেন, ‘ভারতের পছন্দের সরকার বাংলাদেশে তাদের দরকার। প্রথম তাদের পছন্দের সরকার ছিল শেখ মুজিবুর রহমান। তারপর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করে, এ হত্যার সঙ্গে হাসিনা জড়িত ছিল আমি আগেও বলেছি।’

তিনি বলেন, ‘আমি আবারো বলি, হাসিনা পালিয়ে যাচ্ছিলো সাজেদা চৌধুরীকে নিয়ে। আখাউড়া বর্ডারে ধরা পড়ে। তাদের তৎকালীন বিডিআর ধরে নিয়ে আসে। সে আসার ১৭-১৮ দিনের মধ্যে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন।’

এলডিপি প্রেসিডেন্ট বলেন, ‘আওয়ামী লীগকে শুরুতেই নিষিদ্ধ করলে দেশে বিশৃঙ্খলা কেউ করতে পারতো না। বাংলাদেশে আওয়ামী লীগ আর কখনো দল হিসেবে দাঁড়াতে পারবে না।’

ড. ইউনূসকে পণ্য আমদানি-রপ্তানির প্রক্রিয়াকে আধুনিকায়ন করার পরামর্শ দিয়ে এলডিপি প্রেসিডেন্ট বলেন, ‘আপনি এনসিপির নেতা না হয়ে বাংলাদেশের নেতা হয়ে উঠুন। চট্টগ্রাম বন্দরের মাধ্যমে বিশেষ কোনো গোষ্ঠী যেন সুবিধা না পেয়ে এর মাধ্যমে বাংলাদেশ উপকৃত হতে পারে, সে ব্যবস্থা নিতে হবে।’

তিনি আরো বলেন, ‘মানবিক করিডরের ব্যাপারে এককভাবে সিদ্ধান্ত নিলে বুমেরাং হতে পারে। সবার সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নিন।’

শেখ হাসিনা ভারতকে সব দিয়েছিল দাবি করে তিনি বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডে শেখ হাসিনা জড়িত ছিল। 

 

https://www.youtube.com/watch?v=IxT6prdrjdU